ঢাকা | বঙ্গাব্দ

মিনিকেট চাল নিয়ে কারসাজির কারণ জানালেন টিসিবি

  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7199 জন
মিনিকেট চাল নিয়ে কারসাজির  কারণ জানালেন টিসিবি ছবির ক্যাপশন: মিনিকেট চাল নিয়ে কারসাজির কারণ জানালেন টিসিবি

 রাজধানীর কাওরান বাজার, বাবুবাজার ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে  জানা যায়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চাল নাজিরশাইলের দাম তেমন না বাড়লেও ভালো মানের এই চালের কেজি ৮৫ টাকা ছাড়িয়ে গেছে। 


তারা বলেন, মিনিকেট চালের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়। কারসাজি করে বেশি দামে ভোক্তাদের কাছে এই চাল বিক্রি করা হয়। গতকাল বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি মিনিকেট ৭৮ থেকে ৮৪ টাকা কেজি দরে বিক্রি হয়। যা দুই সপ্তাহ আগে ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে পাওয়া গেছে। এছাড়া, বাজারে অন্যান্য চালের মধ্যে মানভেদে প্রতি কেজি নাজিরশাইল ৭৯ থেকে ৮৫ টাকা ও মোটা চাল ইরি/স্বর্ণা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিভিন্ন নিত্যপণ্যের বাজারদর নিয়ে প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির প্রতিবেদনের তথ্য মতে, গত বছর এই সময় রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট/নাজিরশাইল বিক্রি হয়েছিল ৬২ থেকে ৭৫ টাকায়। আর মোটা চাল ইরি/স্বর্ণা বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৫২ টাকায়। রাজধানীতে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুবাজার পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, বাজারে মিনিকেট চালের  কৃত্রিমভাবে  সরবরাহ কমিয়ে দাম বাড়ানো হয়েছে। 




নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল