শুক্রবার বিকালে সাঠির পাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়েতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর নায়েবে আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই -আগষ্টে এই জাতিকে একাটা ধাক্কা দেওয়া হয়েছিল। আরেকটি ধাক্কা এই জাতিকে দেয়া দরকার।
অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সঠিক ভাবে সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সমস্ত ভোটারকে তালিকাভূক্ত করতে হবে। জুলাই আগষ্টের আন্দোলন সফল করতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের সাথে হাত মিলিয়েেএকমত ছিল।
তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা এক সাথে আমাদের সাথে যুদ্ধ করেছেন। রেমিটেন্স বন্ধ করে বিগত সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছেন। তাদেরকে স্যালুট জানাই। আমরা এই নির্বাচনে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনের ভোট নিশ্চিত করতে চাই।
গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট এবং তার দোসরদের দ্রুত বিচার এবং বৈষম্যহীন-ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করতে, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ জন সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা আমির মাওলানা মো: মোছলেহুদ্দীন।