ঢাকা | বঙ্গাব্দ

উপদেষ্টা মাহফুজের মাথায় পানির বোতল ছুঁড়ে মারায় উপদেষ্টা আসিফের হতাশা প্রকাশ

বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এমন সময় কথা শেষ না করেই সেই জায়গা থেকে চলে যান উপদেষ্টা মাহফুজ ।
  • আপলোড তারিখঃ 15-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2462 জন
উপদেষ্টা  মাহফুজের   মাথায় পানির বোতল ছুঁড়ে মারায়  উপদেষ্টা আসিফের হতাশা প্রকাশ ছবির ক্যাপশন: উপদেষ্টা মাহফুজের মাথায় পানির বোতল ছুঁড়ে মারায় উপদেষ্টা আসিফের হতাশা প্রকাশ

বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এমন সময় কথা শেষ না করেই সেই জায়গা থেকে চলে যান উপদেষ্টা মাহফুজ ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় হতাশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ।

এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তাতে হতাশ আমি। ভাই তো চাইলেই পারতো, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয় বলে এড়িয়ে যেতে।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে  আসিফ এ মন্তব্য করে।

পোস্টে আসিফ মাহমুদ লেখেছেন, আমাদের নিজস্ব দায়িত্ব আছে সরকারে। মন্ত্রণালয়ের দাফতরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে। তারপরও, ছাত্রদের যেকোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে  সচেষ্ট থাকার চেষ্টা করি সব সময়।




নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড খালাস বাঁকি তিন আসামী