ঢাকা | বঙ্গাব্দ

আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন চান জেলা প্রশাসকরা

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন জেলা প্রশাসকরা ।জনপ্রতিনিধি না থাকায় অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হয় তাদের।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15804 জন
আগে  স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন চান জেলা প্রশাসকরা ছবির ক্যাপশন: আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন চান জেলা প্রশাসকরা

  জাতীয় নির্বাচনের আগে  স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন  জেলা প্রশাসকরা ।জনপ্রতিনিধি না থাকায় অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হয় তাদের। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চান,  বলে জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নাই। তাদের দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা পালন করছে। সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে,  ডিসি সম্মেলনে আমরা সেগুলো শুনে এবং এই সিদ্ধান্ত গ্রহন করেছি।


তিনি বলেন, ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছে। এতে তারা বিভিন্ন সমস্যায় আছে।এ জন্য  তারা আগে স্থানীয় নির্বাচন চান। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়।


সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সঠিক ভাবে করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।


উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল