ঢাকা | বঙ্গাব্দ

মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা ফরিদুল আলমের হয়রানির স্বীকার অসংখ্য নারী পিবিআই রির্পোটে সব তথ্য প্রমানিত

চট্টগ্রাম লোহাগড়া থানার পদুয়া ইউনিয়নের মৃত-সরোয়ার কামালের ছেলে মিথ্যা মামলাবাজ ও প্রতারক ফরিদুল আলম কাজীর স্বাক্ষর জাল করে একটি ভুয়া কাবিননামা সৃজন করে ভুক্তভোগী মেয়েকে বউ হিসাবে দাবী করে এবং জাল কাবিননামা দিয়ে চট্টগ্রাম পারিবারিক আদালতে মামলা করে, উক্ত কাবিননামার বিরুদ্ধে ভুক্তভোগী মেয়ের দায়ের করা মামলার পিবিআই স্পেশাল কাউন্টার টেররিজম ইউনিটের রিপোর্টে সত্য প্রমানিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4158 জন
মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা ফরিদুল আলমের হয়রানির স্বীকার অসংখ্য নারী  পিবিআই  রির্পোটে  সব তথ্য প্রমানিত ছবির ক্যাপশন: মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা ফরিদুল আলমের হয়রানির স্বীকার অসংখ্য নারী পিবিআই রির্পোটে সব তথ্য প্রমানিত

চট্টগ্রাম লোহাগড়া থানার  পদুয়া ইউনিয়নের মৃত-সরোয়ার কামালের ছেলে  মিথ্যা মামলাবাজ ও প্রতারক ফরিদুল আলম   কাজীর স্বাক্ষর জাল করে একটি ভুয়া কাবিননামা সৃজন করে ভুক্তভোগী মেয়েকে বউ হিসাবে দাবী করে এবং জাল কাবিননামা দিয়ে চট্টগ্রাম পারিবারিক আদালতে মামলা করে, উক্ত কাবিননামার  বিরুদ্ধে ভুক্তভোগী মেয়ের দায়ের করা মামলার পিবিআই স্পেশাল কাউন্টার টেররিজম ইউনিটের রিপোর্টে সত্য প্রমানিত হয়েছে।



পিবিআই  রির্পোট অনুযায়ী জানা যায় -ক) ০১ নং বিবাদী নিকাহনামা সৃজন করে বাদীনি ও তার পরিবারের বিরুদ্ধে ৩য় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত, চট্টগ্রাম এ পারিবারিক মোকাদ্দমা নং-৯৭/২০২৪, বিষয়-দাম্পত্য সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার মোকদ্দমা দায়ের করেন।

০১ নং বিবাদী উক্ত মামলার আরর্জিতে বাদীনিকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন ও নিকাহনার নকলের কপি সংযুক্ত করেন। বাদীনির বিরুদ্ধে ০১ নং বিবাদী কর্তৃক সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এ দায়েরকৃত সাইবার পিটিশন মামলা নং-৩৬১/২০২৪ (চট্টগ্রাম জেলা), ধারা-সাইবার নিরাপত্তা আইন এর ২৫/২৬/২৯(১)/৩১/৩৫ তে বাদীনিকে ০১ নং বিবাদী স্ত্রী হিসেবে মামলার আরজিতে এবং বাদীনির বিরুদ্ধে ০১ নং বিবাদী কর্তৃক বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট, আদালত, ঢাকা এ দায়েরকৃত পিটিশন মামলা নং-১৫৮/২০২৪, ধারা ১০৭/১১৭ ফৌঃ কাঃ বিঃ তে ইং ১৫/০৪/২০২২ তারিখে বাদীনিকে বিয়ে করেছেন মর্মে মামলার আর্জিতে উল্লেখ করেন।


০১ নং বিবাদী ডাকযোগে সার্কেল-৩৮, কর অঞ্চল-২, চট্টগ্রাম এর নামে পত্র সৃজন করে বাদীনির নিকট প্রেরন করে। এছাড়া ০১ নং বিবাদী বাদীনি ও তার ছেলেকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন যা তদন্তকালে সাক্ষীদের জবানবন্দি ও ০১ নং বিবাদী কর্তৃক প্রেরিত মোবাইলের ম্যাসেজ পর্যালোচনায় জানা যায় বিধায় ০১ নং বিবাদী ফরিদুল আলম (৫৫), পিতা-মৃত সরোয়ার কামাল, মাতা-রাজিয়া বেগম, সাং-পদুয়া, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম। মোবাইল-০১৭৩৪২১৮৯৪০ এর বিরুদ্ধে পেনাল কোডের ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে।



অসহায় নিরিহ মেয়েটি বাধ্য হয়ে ফরিদুল আলমের বিরুদ্ধে সমস্ত জাল জালিয়াতি নিয়ে ঢাকা সিএমএম আদালতে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে একটি সি আর মামলা দায়ের করে যার নম্বর ৮০৯/২৪ । মামলায় আসামী করা হয়েছে ভুয়া মামলাবাজ সিন্ডিকেটের সদস্য ফরিদুল আলমকে। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআই স্পেশাল কাউন্টার টেররিজম ইউনিটে তদন্তের নির্দেশ দিয়েছিল তদন্ত রিপোর্ট কোর্টে জমা হলে ফরিদুল আলমকে ঢাকা ৩৭ নম্বর পেনাল কোর্ট থেকে সমন দেয়া হয়েছে গত ১৭/০৩/২০২৫ ইং তারিখে ।



উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে জাল কর নোটিশ টি ফরিদুল আলম তার সহযোগী  জাকির হোসেনের মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর হোটসএপে পাঠায় যা জাকির হোসেন কাল বেলা সাংবাদিক কবির হোসেনের কাছে স্বীকার করে। ফরিদুল আলমের বিভিন্ন অপকর্মে জানা যায় ফরিদুল আলম নারী ও মানবপাচারকারী সিন্ডিকেটের একজন মূলহোতা ।

 ফরিদুল  আলম টাকা বিনিময়ে বিভিন্ন আদালত ও থানায় জিআর মামলা দিয়ে একটি গ্রেপ্তারি পরোয়ানা করে বিভিন্ন মানুষ কে হয়রানি করে  এবং টাকা দাবী করে । এ সংক্রান্ত দৈনিক সেরা খবরে ‘মামলাবাজ সিন্ডিকেট ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।  

নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল