ঢাকা ০২:৩২:৩৫ এএম | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দেশীয় অস্ত্রসহ ১২জন ডাকাত কে গনধোলাই

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লিয়াকত আলীর নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খেয়ে গনধোলাই স্বীকার হয়েছে ১২ জন ডাকাত ।
  • আপলোড তারিখঃ 24-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15713 জন
রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দেশীয় অস্ত্রসহ ১২জন ডাকাত  কে গনধোলাই ছবির ক্যাপশন: রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দেশীয় অস্ত্রসহ ১২জন ডাকাত কে গনধোলাই

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার   বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লিয়াকত আলীর  নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা  খেয়ে গনধোলাই স্বীকার হয়েছে ১২ জন ডাকাত ।

২০১৭ সালে   রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানকে (৫০) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।


লিয়াকত আলী খান বাহাদুরপুর ইউপির সেনগ্রামের মৃত আমান আলী খানের ছেলে।



জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সত্যজিৎপুর এলাকা থেকে লিয়াক আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, একটি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত লিয়াকত আলী খানের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা ছিল ।

নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
notebook

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল