রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লিয়াকত আলীর নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খেয়ে গনধোলাই স্বীকার হয়েছে ১২ জন ডাকাত ।
২০১৭ সালে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানকে (৫০) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
লিয়াকত আলী খান বাহাদুরপুর ইউপির সেনগ্রামের মৃত আমান আলী খানের ছেলে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সত্যজিৎপুর এলাকা থেকে লিয়াক আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, একটি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিয়াকত আলী খানের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা ছিল ।।