রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা যায়। অবরোধের ফলে গাবতলী থেকে মিরপুর রোড সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়ও তারা কয়েক দফায় অবস্থান নিয়েছিলো
বিক্ষোভকারীরা বলছেন, যারা বিক্ষোভ করছেন তাদের কারো এক পা ও চোখে আঘাত, আবার কারো দুই পা ও চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাই নাই।
তাদের দাবি, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না।
আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি আন্দোলনের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তারা সড়ক ছেড়ে যাবেন না বলে জানান ।