ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁও ‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ তিনজন আটক

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কফি শপের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভকে আটক করেছে রামপুরা থানা পুলিশ । ওসির ভাষ্যমতে, ভিডিওতে কর্মচারী শুভ তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলো।
  • আপলোড তারিখঃ 15-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2628 জন
রাজধানীর খিলগাঁও ‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ তিনজন  আটক ছবির ক্যাপশন: রাজধানীর খিলগাঁও ‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ তিনজন আটক

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  ভিডিওর সূত্র মতে, কফি হাউজের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কফি শপের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভকে আটক করেছে রামপুরা থানা পুলিশ । ওসির ভাষ্যমতে, ভিডিওতে  কর্মচারী শুভ তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলো।

ওসি আরও জানায়, “যদি তরুণী বা তার অভিভাবককে পায়, তাহলে পুলিশ  বাদী  মামলা হবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত দুজন জানান, মেয়েটির আচরণে তারা ‘বিরক্ত’ হয়েছিলো। তাদের বক্তব্য অনুযায়ী, তরুণীর ‘মানসিক সমস্যা’ আছে এবং তিনি বারবার কফি শপে প্রবেশের চেষ্টা করছিলো। সেই পরিস্থিতিতে তারা এমন আচরণ করেছে।

তবে ভিডিওটি দেখার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এই আচরণকে অমানবিক বলে নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বিশ্বে ১০০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূস