ঢাকা | বঙ্গাব্দ

‘ পাক- ভারত সংঘাতে নাক গলাব না যুক্তরাষ্ট্র’! ট্রাম্পের বিপরীত সুর মার্কিন ভাইস প্রেসিডেন্টের গলায়

কোনও অবস্থাতেই যাতে নয়াদিল্লি-ইসলামাবাদের দ্বন্দ্ব পরমাণু সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে আন্তর্জাতিক মহল সতর্ক বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেন, ‘‘ঈশ্বর এমনটা যেন না হয়।’’ তবে এখনই ভারত-পাক পরমাণু সংঘাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ।
  • আপলোড তারিখঃ 09-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5589 জন
‘ পাক- ভারত সংঘাতে নাক গলাব না যুক্তরাষ্ট্র’! ট্রাম্পের বিপরীত সুর মার্কিন ভাইস প্রেসিডেন্টের গলায় ছবির ক্যাপশন: ‘ পাক- ভারত সংঘাতে নাক গলাব না যুক্তরাষ্ট্র’! ট্রাম্পের বিপরীত সুর মার্কিন ভাইস প্রেসিডেন্টের গলায়

কোনও অবস্থাতেই যাতে নয়াদিল্লি-ইসলামাবাদের দ্বন্দ্ব পরমাণু সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে আন্তর্জাতিক মহল সতর্ক বলে জানিয়েছেন  ভাইস প্রেসিডেন্ট জেডি  ভান্স। তিনি বলেন, ‘‘ঈশ্বর  এমনটা যেন না হয়।’’ তবে এখনই ভারত-পাক পরমাণু সংঘাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন  ভাইস প্রেসিডেন্ট জেডি  ভান্স । ঘটনাচক্রে, গত ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাব প্রদেশের নয়’টি জঙ্গিডেরায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত থামানোর জন্য মধ্যস্থতার বার্তা দিয়েছেন। 


গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের সময় ভারত সফরে ছিলেন  ভাইস প্রেসিডেন্ট জেডি  ভান্স। কড়া ভাষায় নিন্দা করেন সন্ত্রাসবাদী হামলার। কিন্তু পাকিস্তানের সন্ত্রাসের ঠিকানায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং তার জেরে তৈরি হওয়া সংঘাতের আবহে সাবধানি প্রতিক্রিয়া জানান  ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বললেন, ‘‘সাধারণ ভাবে ভারত-পাক সংঘাত আমাদের নাক গলানোর বিষয় নেই। তাই আমরা যুদ্ধে জড়াতে বা ওই দুই দেশকে নিয়ন্ত্রণ‌ও করতে পারি না। বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন করবো।’’



নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড খালাস বাঁকি তিন আসামী