ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বাবা ছেলে মিলে কাজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ মুখ খুললে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকী

প্রতারক ফরিদের ছেলে ধর্ষক রাকিবুল আলম চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের দশম শ্রেণীর এক ভীষণ বখাটে ছেলে তার অতিতের সকল তথ্য থেকে জানা যায় বেশ কয়েকবার স্কুলের মেয়েদের ইভটিজিং করার বিচার করতে বাবা ফরিদুলকে ডাকা হয় স্কুলে তবুও ছেলে ভাল হয়নি।
  • আপলোড তারিখঃ 14-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8542 জন
চট্টগ্রামে বাবা  ছেলে মিলে কাজের মেয়েকে দিনের পর দিন   ধর্ষণ  মুখ খুললে পরিবারসহ প্রাণে মেরে  ফেলার হুমকী ছবির ক্যাপশন: চট্টগ্রামে বাবা ছেলে মিলে কাজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ মুখ খুললে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকী

চট্টগ্রাম লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের  এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক  নেতা  প্রতারক ফরিদুল আলম ৭০ এবং তাঁর ছেলে রাকিবুল আলম (২০) উক্ত বাবা ছেলেকে  নিয়ে থানায় মামলা    হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আজ সোমবার স্থানীয়  থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। চট্টগ্রাম সদর থানার ওসি  মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের  জন্য চেষ্টা  করেছেন।

প্রতারক ফরিদের ছেলে  ধর্ষক রাকিবুল আলম চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের দশম  শ্রেণীর এক ভীষণ বখাটে ছেলে  তার অতিতের সকল  তথ্য থেকে জানা যায়  বেশ কয়েকবার  স্কুলের মেয়েদের ইভটিজিং করার বিচার করতে বাবা ফরিদুলকে ডাকা হয় স্কুলে তবুও ছেলে ভাল হয়নি।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, বাবা হারানো মেয়েকে  কাজ দেবার জন্য ফরিদুল আলম  বাসায়  নিয়ে যায়।বাজারে সবজি বিক্রি করে সংসার চলত তাঁদের। সেই সুযোগে এক বছর ধরে তাঁর মেয়েকে জোর করে কয়েক দফা ধর্ষণ করেন ওই নেতা। পরে তাঁর ছেলে এ ঘটনা জানতে পেরে সেও ধর্ষণ করে। মেয়ে ভয়ে কাউকে কিছু না বলে সহ্য করে বাবা-ছেলের নির্যাতন। বাবা-ছেলে পালাক্রমে ধর্ষণ করার কারণে  বেশ কয়েকবার  মেয়েটি  অন্তাঃসত্ত্বা হয় যার কারণে ফরিদুল আলম দুবার মেয়েটিকে এমআরআই করায়। ফরিদুল এবং রাকিবুল আলমের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি তার মায়ের  কাছে ধর্ষণের কথা জানালে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। 

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, অভিযুক্তকে সে খালু ডাকত। তাঁর বাসায় গেলে অভিযুক্ত তাকে আদর করার নামে জড়িয়ে ধরতেন। মাঝে মধ্যে ভালো খাবার দিতেন।এক পর্যায়ে বিয়ে করার কথা বলে ধর্ষণ করেন। এভাবে দিনের পর দিন   তিনি কিশোরীকে ধর্ষণ করেছেন। কিশোরী আরো জানায়, ওনার ছেলে একদিন তাকে বলে, তোর এবং বাবার কুকর্মের কথা আমি জানি। লোকজনের কাছে তাদের কুকর্মের কথা বলে দেওয়ার ভয় দেখিয়ে ছেলেও তাকে ধর্ষণ করে তারপর বাবা ছেলে মিলে শুরু করে   ধর্ষন ।


ফরিদুল আলম চট্টগ্রামের  অসহায় পরিবারের সাহায্য করার নামে গরীব মেয়েদের কাজের কথা বলে ঢাকায় নিয়ে আসে তারপর  সে সব মেয়েদেরকে দিয়ে দেহব্যবসা করিয়ে ভিডিও ধারণ করে সামাজিক সম্মানের ভয় দেখিয়ে  এসব অনৈতিক কাজ করছে।ফরিদুল আলমের এসব কাজে সহযোগীতা করে কিছু ভ্যানচালক ফরিদুল আলমের নিজ গ্রামের  এমন একজন ভ্যানচালক ইসহাক  জানান, আমি নিজে ফরিদুলকে  বিশ্বাস করে অনেক  মেয়ে দিয়েছে কিন্তু এসব মেয়েকে দিয়ে  অনৈতিক কাজ করে জানি তার বেশ কিছু তথ্য প্রমান আমার কাছে আছে ।


 প্রাথমিকভাবে ফরিদুলের সকল অপরাধ তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে আসামীদের খুব তারাতারি আইনের আওতায় আনা হবে।


এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি আরো জানান, বাবা-ছেলের ধর্ষণের শিকার হয়ে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে লোকজন জেনে যায়।

news_google_icon_128

নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
notebook

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল