চট্টগ্রাম লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক নেতা প্রতারক ফরিদুল আলম ৭০ এবং তাঁর ছেলে রাকিবুল আলম (২০) উক্ত বাবা ছেলেকে নিয়ে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আজ সোমবার স্থানীয় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। চট্টগ্রাম সদর থানার ওসি মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করেছেন।
প্রতারক ফরিদের ছেলে ধর্ষক রাকিবুল আলম চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের দশম শ্রেণীর এক ভীষণ বখাটে ছেলে তার অতিতের সকল তথ্য থেকে জানা যায় বেশ কয়েকবার স্কুলের মেয়েদের ইভটিজিং করার বিচার করতে বাবা ফরিদুলকে ডাকা হয় স্কুলে তবুও ছেলে ভাল হয়নি।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, বাবা হারানো মেয়েকে কাজ দেবার জন্য ফরিদুল আলম বাসায় নিয়ে যায়।বাজারে সবজি বিক্রি করে সংসার চলত তাঁদের। সেই সুযোগে এক বছর ধরে তাঁর মেয়েকে জোর করে কয়েক দফা ধর্ষণ করেন ওই নেতা। পরে তাঁর ছেলে এ ঘটনা জানতে পেরে সেও ধর্ষণ করে। মেয়ে ভয়ে কাউকে কিছু না বলে সহ্য করে বাবা-ছেলের নির্যাতন। বাবা-ছেলে পালাক্রমে ধর্ষণ করার কারণে বেশ কয়েকবার মেয়েটি অন্তাঃসত্ত্বা হয় যার কারণে ফরিদুল আলম দুবার মেয়েটিকে এমআরআই করায়। ফরিদুল এবং রাকিবুল আলমের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের কথা জানালে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।