ঢাকা | বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতরা সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে।
  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22645 জন
গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ ছবির ক্যাপশন: গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা যায়। অবরোধের ফলে গাবতলী থেকে মিরপুর রোড সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়ও তারা কয়েক দফায় অবস্থান নিয়েছিলো

বিক্ষোভকারীরা বলছেন, যারা বিক্ষোভ করছেন তাদের কারো এক পা ও চোখে আঘাত, আবার কারো দুই পা ও  চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাই নাই।

তাদের দাবি, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না।

আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি আন্দোলনের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তারা সড়ক ছেড়ে যাবেন না বলে জানান ।


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের স্রোত,